خبرگزاری شبستان

یکشنبه ۶ فروردین ۱۴۰۲

الأحد ٥ رمضان ١٤٤٤

Sunday, March 26, 2023

বিজ্ঞাপন হার

ইরাকের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানাতে আজ (শনিবার) ভোরে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরাকি নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রতিবাদ জানানো হয়।

নির্বাচিত সংবাদ

মতামতজরিপ  :   Sunday, January 28, 2018 নির্বাচিত সংবাদ : 28284

পশ্চিমা ও আমেরিকা মুসলিম জাহানে শুধুমাত্র যুদ্ধ ও হাঙ্গামার বিস্তার ঘটিয়েছে
আন্তর্জাতিক বিভাগ: চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রামাজান কাদিরোফ বলেছেন যে, ইউরোপ ও আমেরিকা মুসলিম জাহানে শুধুমাত্র যুদ্ধ ও হাঙ্গামার বিস্তার ঘটানো ছাড়া আর কোন কাজ করে নি।

পশ্চিমা ও আমেরিকা মুসলিম জাহানে শুধুমাত্র যুদ্ধ ও হাঙ্গামার বিস্তার ঘটিয়েছে

আন্তর্জাতিক বিভাগ: চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রামাজান কাদিরোফ বলেছেন যে, ইউরোপ ও আমেরিকা মুসলিম জাহানে শুধুমাত্র যুদ্ধ ও হাঙ্গামার বিস্তার ঘটানো ছাড়া আর কোন কাজ করে নি।

শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রামাজান কাদিরোফ সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির মুসলমানদের স্বাধিনতা ও মৌলিক অধিকার বাস্তবায়নে যে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন, তাকে স্বাগত জানিয়ে বলেছেন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিগত কয়েক বছরে প্রমাণ করেছেন যে, তিনি ধর্ম ও বর্ণ নির্বিশেষে রুশ নাগরিকদের মৌলিক সেবা দানে অন্তরিক।

রুশ বার্তা সংস্থা রাশাটুডে’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়ার স্বায়াত্বশাসিত চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রামাজান ইসলাম ও মুসলমানদের সাথে ইউরোপ ও আমেরিকার বিশ্বাসঘাতকতার কড়া সমালোচনা করে বলেন: ইতিহাস স্বাক্ষি দেয় যে, মুসলিম জাহানের যেখানেই ইউরোপ ও আমেরিকা অধিপত্য গড়ে তুলেছে, সেখানেই যুদ্ধ ও হাঙ্গামার সৃষ্টি করেছে। তারা মুসলিম দেশসমূহের মধ্যে উত্তেজনা ও রেশারেশি সৃষ্টি করে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। আমেরিকা মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ সৌদি আরবসহ আরও কয়েকটি দেশে নতুন নতুন সমরাস্ত্র বিক্রি করে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। এ কারণে তারা সব সময় চায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বজায় থাক।

তিনি আরও বলেন: আমেরিকা ও পশ্চিমা দেশগুলো মুসলিম দেশগুলোতে ধ্বংস ও ক্ষতি ছাড়া কোন উপকার করে নি।

মন্তব্য

বইপরিচিতি  :
 ভিডিও সংবাদ:
অন্যান্যলিংক :
আমাদের সম্পর্কে

মন্তব্য