অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, January 28, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28287 |
কাবা ঘরের পাশে ইমাম মাহদীর (আ.) প্রথম ভাষণ
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদী(আ.) পবিত্র কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করে বলবেন, «بَقِیَّةُ اللَّهِ خَيْرٌ لَّکُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ আমিই হচ্ছি বাকিয়াতুল্লাহ। আর তখন সকল মু’মিনরা বলবেন, «السلام علیک یا بقیة الله فی ارضه. আপনার প্রতি সালাম হে পৃথিবীর বুকে আল্লাহর হুজ্জাত এবং সঞ্চিত সম্পদ।
|
কাবা ঘরের পাশে ইমাম মাহদীর (আ.) প্রথম ভাষণ
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদী(আ.) পবিত্র কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করে বলবেন, «بَقِیَّةُ اللَّهِ خَيْرٌ لَّکُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ আমিই হচ্ছি বাকিয়াতুল্লাহ। আর তখন সকল মু’মিনরা বলবেন, «السلام علیک یا بقیة الله فی ارضه. আপনার প্রতি সালাম হে পৃথিবীর বুকে আল্লাহর হুজ্জাত এবং সঞ্চিত সম্পদ।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইমাম বাকের (আ.) বলেছেন, ইমাম মাহদী(আ.) ঈশার নামাজের সময় মক্কায় আবির্ভূত হবেন, তার এক হাতে মহানবীর পতাকা, গায়ে তার জামা এবং অন্য হাতে মহানবীর তলোয়ার থাকবে। নামাজের পর তিনি বলবেন: তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, তিনি তোমাদের জন্য হুজ্জাত পরিপূর্ণ করেছেন। তিনি তোমাদের হেদায়াতের জন্য নবী পাঠিয়েছেন এবং কোরআন অবতীর্ণ করেছেন।
আল্লাহ তোমাদেরকে বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আর তার রাসুলের আনুগত্য কর। কোরআন যা যা জীবন্ত করতে বলেছে তা জীবন্ত কর এবং যা ধ্বংস করতে বলেছে তা ধ্বংস কর। হেদায়াত ও তাকওয়ার পথে সহযোগিতা কর, কেননা কিয়ামত ঘনিয়ে এসেছে।
তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, তিনি তোমাদের জন্য হুজ্জাত পরিপূর্ণ করেছেন। তিনি তোমাদের হেদায়াতের জন্য নবী পাঠিয়েছেন এবং কুরআন অবতীর্ণ করেছেন।
ইমাম বাকের(আ.) বলেছেন: «اذا خَرَجَ أَسنَدَ ظَهْرهُ اِلَي الكَعبةِ وَ اجتَمع له ثلاثُمِأَةٍ وَ ثَلاثَةَ عَشَرَ رجَلاً. فَأَوَّلُ ما يَنطِقُ بِهِ هذِهِ الإية «بَقِيةُالله خيرٌلكُم اِنْ كُنتُم مؤمنين.» ইমাম মাহদী(আ.) তার আবির্ভাবের পর কাবাঘরে হেলান দিয়ে দাড়াবানে এবং সেখানে তার ৩১৩ জন সাথী হাজির হবে তখণ তিনি বলবেন, তোমরা যদি মু’মিন হয়ে থাক তাহলে আমার আনুগত্য কর।