অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, February 07, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28368 |
ইরানের ইসলামি বিপ্লব বিশ্বের জন্য মডেল হতে পারে
রাজনীতি বিভাগ: মুসলিম জাহান যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে শিক্ষা নিয়ে একমাত্র আল্লাহ ও রাসূলের (সা.) উপর ভরসা করে এবং বিশ্বের কুফরি ও সাম্রাজ্যবাদি অপশক্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে মুসলিম জাতি মাথা উচু করে দাড়াতে পারবে।
|
ইরানের ইসলামি বিপ্লব বিশ্বের জন্য মডেল হতে পারে
রাজনীতি বিভাগ: মুসলিম জাহান যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে শিক্ষা নিয়ে একমাত্র আল্লাহ ও রাসূলের (সা.) উপর ভরসা করে এবং বিশ্বের কুফরি ও সাম্রাজ্যবাদি অপশক্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে মুসলিম জাতি মাথা উচু করে দাড়াতে পারবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিব রেজা আরজানি বলেছেন: আজ বিশ্বের অনেক দেশের জনগণ তাগুতি শক্তির নিপীড়ন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। তারাও ইরানের মত একটি ইসলামি বিপ্লবের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি হুকুমত কায়েম করতে চায়, তারা সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার অভাবে এ লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হচ্ছে।
তিনি বলেন: ইরানি জাতি ইমাম খোমেনীর মত দূরদর্শী ও বিচক্ষণ নেতার নেতৃত্বের কারণে এ দেশ থেকে আড়াই হাজার বছরের তাগুতি শাসনের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করতে সক্ষম হয়েছে। আর ইমাম খোমেনীর ওফাতের পর ইসলামি বিপ্লবের কান্ডারি হয়েছেন হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ি। যিনি ইমাম খোমেনীর পদাংক অনুসরণ করে একে একে ইসলামি বিপ্লবের লক্ষ্যগুলো বাস্তবায়ন করছেন। বিগত ৪০ বছরে ইরানের ইসলামি বিপ্লবের অগ্রযাত্রা এ বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করে। মুসলিম দেশগুলোতে আজ ইমাম খোমেনী ও আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ি’র মত সুযোগ্য নেতার অভাবের কারণে কুফরি শক্তিগুলোর হাতে বন্দি হয়ে গেছে। তাই এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ইরানের ইসলামি বিপ্লব থেকে শিক্ষা নিতে হবে।