অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, February 13, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28416 |
অন্যের হস্তক্ষেপ কখনও সহ্য করব না: ইরানের প্রেসিডেন্ট
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, স্বাধীন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। দেশের স্বাধীনতা মানেই কেউ ইরানে হস্তক্ষেপ করার অধিকার রাখে না।
রাজধানী তেহরানে বিভিন্ন প্রদেশের গভর্নর জেনারেলদের এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। তিনি বলেন, যদি ইরানের জনগণকে জিজ্ঞেস করা হয় তারা নিজেরা নিজেদের ভাগ্য নির্ধারণ করবেন নাকি বিদেশীদের ওপর নির্ভর করবেন -তাহলে শতকরা ৯৮ ভাগের বেশি মানুষ স্বাধীনতার পক্ষে জবাব দেবেন।
প্রেসিডেন্ট রুহানি সুস্পষ্ট করে বলেন, "আমাদের জনগণ ইসলামি বিপ্লবের পথ অনুসরণ করা অব্যাহত রাখবেন যা তারা আগেই বেছে নিয়েছেন।" তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, মুক্তি অর্জন, ইসলামি ও জাতীয় সংস্কৃতির বিস্তার এবং ইসলামের আলোকে জনগণের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইরানে বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল।"
ইরানের প্রেসিডেন্ট বলেন, "আমি বিশ্বাস করি এই পথ বদলানো সম্ভব নয়।"