অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, February 13, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28420 |
মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে কেউ ক্ষতি করতে পারবে না
মায়ারেফ বিভাগ: মুসলিম উম্মাহ আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নিজেদের মধ্যে অনৈক্য ও ভেদাভেদের কারণে। আর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো নিজেদের অধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ ভেদাভেদকে আরও বাড়িয়ে দিচ্ছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের সিনিয়র সদস্য হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ নাসের মুসাভি শাবিস্তান প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন: ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী সারা বিশ্বে মুসলিম উম্মাহর মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার উদাত্ব আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি এক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য রাসূলের (সা.) মহিমান্বিত জন্ম দিবসকে কেন্দ্র করে রবিউল আওয়াল মাসের ১২-১৭ তারিখ ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা দিয়েছেন। আর ইমাম খোমেনীর ওফাতের প্রায় তিন দশক পরও ইসলামি প্রজাতন্ত্র ইরান মুসলিম জাহানে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষে সম্ভব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সৌদি আরবসহ কয়েকটি পশ্চিমাপন্থি দেশগুলো এবং ইহুদিবাদি ইসরাইলের নানামুখি চক্রান্তের কারণে ইরানের এ মহান উদ্দেশ্য বাধাগ্রস্থ হচ্ছে।
তিনি বলেন: যদি মুসলিম জাহানের ৫৫টির বেশি মুসলিম দেশ ঐক্যবদ্ধ থাকত এবং নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি বজায় রেখে বিশ্বের সাম্রাজ্যবাদি ও কুফরি শক্তিগুলোর মোকাবেলায় রুখে দাড়াত, তাহলে মুসলমানদের দমনের শক্তি কারও ছিল না। আর মুসলিম জাতি বিশ্বে একটি সম্মানিত জাতি হিসেবে মাথা উচু করে দাড়াতে পারত।