خبرگزاری شبستان

دوشنبه ۱۵ خرداد ۱۴۰۲

الاثنين ١٧ ذو القعدة ١٤٤٤

Monday, June 5, 2023

বিজ্ঞাপন হার

ইরাকের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানাতে আজ (শনিবার) ভোরে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরাকি নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রতিবাদ জানানো হয়।

নির্বাচিত সংবাদ

মতামতজরিপ  :   Tuesday, February 13, 2018 নির্বাচিত সংবাদ : 28420

মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে কেউ ক্ষতি করতে পারবে না
মায়ারেফ বিভাগ: মুসলিম উম্মাহ আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নিজেদের মধ্যে অনৈক্য ও ভেদাভেদের কারণে। আর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো নিজেদের অধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ ভেদাভেদকে আরও বাড়িয়ে দিচ্ছে।

মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে কেউ ক্ষতি করতে পারবে না

 

মায়ারেফ বিভাগ: মুসলিম উম্মাহ আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নিজেদের মধ্যে অনৈক্য ও ভেদাভেদের কারণে। আর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো নিজেদের অধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ ভেদাভেদকে আরও বাড়িয়ে দিচ্ছে।

শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের সিনিয়র সদস্য হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ নাসের মুসাভি শাবিস্তান প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন: ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী সারা বিশ্বে মুসলিম উম্মাহর মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার উদাত্ব আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি এক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য রাসূলের (সা.) মহিমান্বিত জন্ম দিবসকে কেন্দ্র করে রবিউল আওয়াল মাসের ১২-১৭ তারিখ ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা দিয়েছেন। আর ইমাম খোমেনীর ওফাতের প্রায় তিন দশক পরও ইসলামি প্রজাতন্ত্র ইরান মুসলিম জাহানে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষে সম্ভব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সৌদি আরবসহ কয়েকটি পশ্চিমাপন্থি দেশগুলো এবং ইহুদিবাদি ইসরাইলের নানামুখি চক্রান্তের কারণে ইরানের এ মহান উদ্দেশ্য বাধাগ্রস্থ হচ্ছে।

তিনি বলেন: যদি মুসলিম জাহানের ৫৫টির বেশি মুসলিম দেশ ঐক্যবদ্ধ থাকত এবং নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি বজায় রেখে বিশ্বের সাম্রাজ্যবাদি ও কুফরি শক্তিগুলোর মোকাবেলায় রুখে দাড়াত, তাহলে মুসলমানদের দমনের শক্তি কারও ছিল না। আর মুসলিম জাতি বিশ্বে একটি সম্মানিত জাতি হিসেবে মাথা উচু করে দাড়াতে পারত।

মন্তব্য

বইপরিচিতি  :
 ভিডিও সংবাদ:
অন্যান্যলিংক :
আমাদের সম্পর্কে

মন্তব্য