অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, March 11, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28584 |
সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ সন্ত্রাসীদের রক্ষার কৌশল'
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, পূর্ব গৌতায় রাসায়নিক হামলা নিয়ে দামেস্ক সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আমেরিকা উগ্র তাকফিরি সন্ত্রাসীদের রক্ষার কৌশল করছে। এর মাধ্যমে আমেরিকা পূর্ব গৌতার দিকে সিরিয়ার সেনাদের অগ্রাভিযান বাধাগ্রস্ত করতে চায়।
|
'সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ সন্ত্রাসীদের রক্ষার কৌশল'
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, পূর্ব গৌতায় রাসায়নিক হামলা নিয়ে দামেস্ক সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আমেরিকা উগ্র তাকফিরি সন্ত্রাসীদের রক্ষার কৌশল করছে। এর মাধ্যমে আমেরিকা পূর্ব গৌতার দিকে সিরিয়ার সেনাদের অগ্রাভিযান বাধাগ্রস্ত করতে চায়।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে বাশার আল-জাফারি এসব কথা বলেছেন। তিনি বলেন, যেসব পক্ষ উগ্র সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে তারাই অব্যাহতভাবে সিরিয়া সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগ তুলছে। সিরিয়া সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য তারা এই অভিযোগ তুলছে বলে তিনি মন্তব্য করেন।
বাশার আল-জাফারি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকারী সংস্থাকে ১৪০টি চিঠি দেয়া হয়েছে যাতে উগ্র সন্ত্রাসীদের সমর্থনকারী দেশগুলোর রাসায়নিক অস্ত্র সম্পর্কে তথ্য দেয়া হয়েছে কিন্তু এসব চিঠি উপেক্ষা করা হয়েছে।
সম্প্রতি, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, গত ২৫ ফেব্রুয়ারি পূর্ব গৌতার শিফুনিয়া এলাকায় রাসায়নিক হামলা হয়েছে। এর আগে রাশিয়া বলেছিল, সন্ত্রাসীরা গৌতায় রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে এবং দামেস্ক সরকারের বিরুদ্ধে তার দায় চাপাবে।#