অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, March 13, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28603 |
অর্থ-সম্পদ সুখ আনতে পারে না
মায়ারেফ বিভাগ: সুখ ও শান্তি কখনও টাকা দিয়ে কেনা যায় না। সম্পদ থাকলেই মানুষ সুখী হবে এমনটি আদৌ সঠিক নয়। আজকের পশ্চিমা মনোবিজ্ঞানীরাও অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, সুখ এবং ধন-সম্পদের মধ্যে কোন অপরিহার্য সম্পর্ক নেই।
|
অর্থ-সম্পদ সুখ আনতে পারে না
মায়ারেফ বিভাগ: সুখ ও শান্তি কখনও টাকা দিয়ে কেনা যায় না। সম্পদ থাকলেই মানুষ সুখী হবে এমনটি আদৌ সঠিক নয়। আজকের পশ্চিমা মনোবিজ্ঞানীরাও অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, সুখ এবং ধন-সম্পদের মধ্যে কোন অপরিহার্য সম্পর্ক নেই।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: সম্পদ বা অর্থ থাকলেই যে মানুষ সুখী জীবন লাভ করতে পারবে- এমন ধারণা আজ সম্পূর্ণ ভুল হিসেবে প্রমাণীত হয়েছে। কেননা আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যাদের সম্পদের কোন অভাব নেই, কিন্তু তারা সব সময় অশান্তি ও অস্বস্তিতে জীবন কাটায়। আজ পশ্চিমা মনোবিজ্ঞানীরা নানাবিধ গবেষণার পর ঐকমত্যের সাথে ঘোষণা করেছে যে, ধন-সম্পদের মাধ্যমে কখনও সুখ ক্রয় করা যায় না। অন্যভাবে বলা যায় যে, সম্পদ থাকলেই মানুষ সুখী হতে পারবে এমন কোন গ্যারান্টি নেই। বরং ধন সম্পদ রক্ষা করতে মানুষকে সব সময় উদ্বিগ্নতায় ভুগতে হয়। যা মানুষকে এক সময় মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে।
পবিত্র কোরআন ও হাদীসের বর্ণনা অনুযায়ী মহান আল্লাহর স্মরণ মানুষের অন্তরে সুখ ও শান্তি এনে দিতে পারে। মানুষ যখন সারা পৃথিবী থেকে হতাশ ও নিরাশ হয়ে যায়, তখন যদি সে একমাত্র সর্বশক্তিমান আল্লাহর প্রতি ভরসা ও সুদৃঢ় আস্থা রাখে, তাহলে তার অন্তরে নতুন করে আশার আলো জাগরিত হবে যা তাকে নতুন করে ঘুরে দাড়ানোর শিক্ষা দিবে।