অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, April 30, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28869 |
নাহজুল বালাগা জ্ঞান ও হিকমতের কিতাব: গবেষক
মায়ারেফ বিভাগ: নাহজুল বালাগা হচ্ছে আমিরুল মু’মিনিন আলীর (আ.) জ্ঞানগর্ভ বক্তৃতা, বাণী ও শিক্ষণীয় কথাবার্তার সংকলণ। এ কিতাবটি জ্ঞান ও শিক্ষার দিক থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল কোরআনের পর অবস্থান করে। কিন্তু দু:খজনক হচ্ছে মুসলিম জাহানের অধিকাংশ এ মহান গ্রন্থ সম্পর্কে অজ্ঞ।
|
নাহজুল বালাগা জ্ঞান ও হিকমতের কিতাব: গবেষক
মায়ারেফ বিভাগ: নাহজুল বালাগা হচ্ছে আমিরুল মু’মিনিন আলীর (আ.) জ্ঞানগর্ভ বক্তৃতা, বাণী ও শিক্ষণীয় কথাবার্তার সংকলণ। এ কিতাবটি জ্ঞান ও শিক্ষার দিক থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল কোরআনের পর অবস্থান করে। কিন্তু দু:খজনক হচ্ছে মুসলিম জাহানের অধিকাংশ এ মহান গ্রন্থ সম্পর্কে অজ্ঞ।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট গবেষক ও ইসলামি চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ তাকী রাহবার গতকাল রবিবার এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: নাহজুল বালাগা এমনই এক মহাগ্রন্থ; যে কিতাবে রাসূলের (সা.) জ্ঞান নগরীর দরজা তথা আমিরুল মু’মিনিন আলীর (আ.) ভাষণ, বক্তৃতা, বাণী ও চিঠির সংকলন করা হয়েছে। অবশ্য এ কিতাবে কেবল ইমাম আলীর (আ.) জ্ঞান সাগরের একবিন্দু সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন: রাসূল (সা.) থেকে বর্ণিত হাদীসের আলোকে এ বিষয়টি সুস্পষ্ট যে, আল্লাহ তায়ালা রাসূলকে (সা.) যে অলৌকিক জ্ঞান ভাণ্ডার দিয়েছেন, তা তিনি সরাসরি আমিরুল মু’মিনিন আলীকে (আ.) দান করেছেন। এভাবে আলীর (আ.) অলৌকিক জ্ঞান ভাণ্ডারের উৎসও আল্লাহ তায়ালা। এ কারণে আমরা দেখতে পায় যে, নাহজুল বালাগাতে বর্ণিত খুতবা, পত্র ও বাণীসমূহ অলৌকিক জ্ঞান ভান্ডারে সমৃদ্ধ।
তিনি আরও বলেন: আমরা যদি নিজেদের জীবনে এ মহান কিতাব থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজ থেকে নানাবিধ সমস্যাদি নিরসন হয়ে যাবে।