অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, May 6, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28897 |
ইমাম মাহদীর প্রতি দৃড় বিশ্বাসীদের প্রতি বিশেষ দয়া
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাদী(আ.) হলেন সকল মুসলমানদের আশ্রয়কেন্দ্র। আর যারা তাকে নিজেদের আশ্রয় কেন্দ্র মনে করে তারা হচ্ছে ঈমানের পাহাড়। কেননা ইমাম মাহদীল আগমনের আগে মানুষকে বাছাই করা হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: শেষ জামানায় মানুষকে নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। যার ফলে ঈমান রক্ষঅ করাই কঠিন হয়ে পড়বে, «مُلِئَتْ ظُلْما وَ جَوْراً» কেননা হাদিসের ভাষয়া অনুযায়ী শেষ জামানায় পৃথিবী অন্যায় অত্যাচারে ভরপুর হয়ে যাবে।
আর ইমাম মাহদগীর আবির্ভাবের সময় যতটা ঘনিয়ে আসবে সমস্যঅ ও পরীক্ষঅ আরও বেড়ে যাবে যারা এই সময়েও ইমাম মাহদীল প্রতি বিশ্বাস অনড় থাকবে তাদের বিশ্বাসকে পাকাোপক্ত করার জন্য আল্লাহ পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আসবে।
হাদিসে আরও বর্নিত হয়েছে: «یقوُمُ... بَعْدَ إِرْتِدادِ أَکثَرِ الْقائِلینَ بإِمامَتِهِ؛ ইমাম মাহদীর আবির্ভাবের প্রতি অধিকাংশ মানুষের বিশ্বাস হারানোর পর তার আবির্বাব ঘটবে।
সুতরাং যারা শেষ জামানার বিভিন্ন পরীক্ষঅ থেকে উত্তীর্ণ হতে পারবে তাদের প্রতি মহান আল্লাহর বিমেষ অনুগ্রহ আসবে।
সূত্র: উসুলে কাফী, বিহারুল আনওয়ার, মুন্তাখাবুল আনওয়ার ইত্যাদি।