অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, June 19, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29099 |
ইরানের প্রেসিডেন্টের সাথে কাতারের আমিরের ফোনালাপ
রাজনীতি বিভাগ: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। তেহরান দোহার পাশে আগের মতোই থাকবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে আলাপকালে আজ একথা বলেন ড. রুহানি।
|
ইরানের প্রেসিডেন্টের সাথে কাতারের আমিরের ফোনালাপ
রাজনীতি বিভাগ: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। তেহরান দোহার পাশে আগের মতোই থাকবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে আলাপকালে আজ একথা বলেন ড. রুহানি।
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নকে স্বাগত জানিয়ে রূহানি বলেন, অন্যায় অবরোধ, হুমকি ও চাপের মোকাবেলায় কাতার যেভাবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছে তা নি:সন্দেহে প্রশংসনীয়। ইরান কাতারের ওপর অবরোধ চাপিয়ে দেয়াকে সম্পূর্ণ বেআইনি মনে করে। সেইসঙ্গে কাতারের ওপর অবরোধ এ অঞ্চলের দেশগুলোর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি এবং উত্তেজনা বৃদ্ধির কারণ বলেও ড. রুহানি মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন তেহরানের নীতি হলো সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যকার মতভেদ দূর করা।তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা হলে সকল দেশই উপকৃত হবে। তবে আঞ্চলিক কোনো কোনো দেশের অবৈধ হস্তক্ষেপ ও স্বার্থান্বেষি নীতি ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংকট সৃষ্টি করবে।
কাতারের আমিরও ফোনালাপকালে কাতারের ওপর অবরোধের ঘটনায় ইরানের অবস্থানের প্রশংসা করেন। দোহা কোনোদিন ইরানের এই অবস্থানের কথা ভুলবে না বলে জনাব তামিম উল্লেখ করেন।