অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, July 4, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29124 |
ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনার কথা অস্বীকার করল হামাস
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসার কথা অস্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল রেদোয়ান বলেছেন, কাতারের গাজা পুনর্গঠন বিষয়ক কমিটির প্রধান তেল আবিবের সঙ্গে হামাসের পরোক্ষ আলোচনার যে দাবি করেছেন তা সত্য নয়।
কাতারের গাজা পুনর্গঠন বিষয়ক কমিটির প্রধান মুহাম্মাদ আল-এমাদি গতকাল (মঙ্গলবার) দাবি করেছিলেন, গাজার মানবিক পরিস্থিতির অবনতি রোধ করতে একটি সমঝোতা অর্জনের লক্ষ্যে ইসরাইলের সঙ্গে হামাসের পরোক্ষ আলোচনা চলছে। আমেরিকার সবুজ সংকেত নিয়ে এ আলোচনা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
২০০৬ সালে জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকাসহ গোটা ফিলিস্তিনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে হামাস বিজয়ী হয়ে সরকার গঠন করে। তখন থেকে এই উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।
পরবর্তীতে অবশ্য ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার কাছ থেকে অন্যায়ভাবে ক্ষমতা কেড়ে নেন। কিন্তু তা সত্ত্বেও গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করেনি তেল আবিব।
ইসরাইলি অবরোধের ফলে গাজার সঙ্গে স্থলপথে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম অবশিষ্ট থাকে এই উপত্যকার সঙ্গে মিশরের রাফা ক্রসিং। কিন্তু মিশর সরকারও ওই ক্রসিং বন্ধ করে রেখে গাজাকে গোটা বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে। এর ফলে ওই উপত্যকার ১৫ লাখের বেশি অধিবাসী খাদ্য, ওষুধ, বস্ত্র ও জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।