অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, July 12, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29145 |
সীমান্তে সেনা মোতায়েন করলে ভয়াবহ জবাব: সিরিয়াকে ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, সীমান্তে গোলান মালভূমির কাছে সিরিয়া ও তার মিত্রদের সেনা মোতায়েনের চেষ্টা করলে ভয়াবহ জবাব দেয়া হবে। উগ্র সন্ত্রাসীদের দখল করা এলাকার দিকে যখন সিরিয়ার সেনারা দিন দিন এগিয়ে যাচ্ছে তখন ইহুদিবাদী মন্ত্রী এ হুমকি দিলেন।
|
সীমান্তে সেনা মোতায়েন করলে ভয়াবহ জবাব: সিরিয়াকে ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, সীমান্তে গোলান মালভূমির কাছে সিরিয়া ও তার মিত্রদের সেনা মোতায়েনের চেষ্টা করলে ভয়াবহ জবাব দেয়া হবে। উগ্র সন্ত্রাসীদের দখল করা এলাকার দিকে যখন সিরিয়ার সেনারা দিন দিন এগিয়ে যাচ্ছে তখন ইহুদিবাদী মন্ত্রী এ হুমকি দিলেন।
লিবারম্যান তার সংসদীয় দলের এক সভায় বলেন, “আমরা ১৯৭৪ সালের চুক্তির প্রতি অনুগত থাকব এবং সবাইকে সে চুক্তি মেনে চলতে বলব। কিন্তু কেউ তা লঙ্ঘন করলে কঠোর জবাব দেয়া হবে।”
এর আগে, গত বৃহস্পতিবার ইসরাইলের জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান বলেছেন, সিরিয়ার সেনাদেরকে যদি বেসামরিকীকরণ জোনে মোতায়েন করা হয় তাহলে ইসরাইল তাদের ওপর হামলা করতে পারে।
১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল সিরিয়াসহ কয়েকটি আরব দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত হয়। ওই যুদ্ধে গোলান মালভূমির বিরাট অংশ দখল করে তাকে অধিকৃত ভূখণ্ড হিসেবে সংযুক্ত করে নেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো ইসরাইলের এ পদক্ষেপকে স্বীকৃতি দেয় নি।#