অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, July 17, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29173 |
পাকিস্তান সফরে ইরানি সেনাপ্রধান; মার্কিন সরকারের সমালোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা প্রতিষ্ঠা করতে চায় এবং এ অঞ্চলে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিরুদ্ধে দেশটির অবস্থান।
পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আজ (সোমবার) এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন। জেনারেল বাকেরি সরকারি সফরে পাকিস্তান গেছেন। পাক সেনাপ্রধান তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
জেনারেল বাকেরি বলেন, মধ্যপ্রাচ্যে যেসব দেশ নিরাপত্তাহীনতা প্রতিষ্ঠা করতে চায় তার শীর্ষে রয়েছে আমেরিকা। তিনি আরো বলেন, এ অঞ্চলের স্বাধীনচেতা দেশগুলো শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখছে এবং ইরান ও পাকিস্তানের এ মুহূর্তের দায়িত্ব হচ্ছে, দু দেশের মধ্যকার আন্তরিক সম্পর্ক জোরদার করা যাতে আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। জেনারেল বাকেরি জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার চলমান পরিস্থিতিতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সামরিক সম্পর্ক অবশ্যই জোরদার করতে হবে।
গত নভেম্বর মাসে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ইরান সফরে করেছিলেন। সে সময় তিনি প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ গুরুত্বপূর্ণ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন।