অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, July 25, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29225 |
সিরিয়ার সোয়াইদা শহরের একের পর এক হামলা: নিহত ৫০
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়াইদা প্রদেশে ধারাবাহিক হামলায় অন্তত ৫০ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর অনুসারে, সোয়াইদা প্রদেশের রাজধানী সোয়াইদাসহ কয়েকটি এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আজ (বুধবার) সকালে হামলা চালায়। তবে সরকারি সেনারা সে হামলা ব্যর্থ করে দেয়। এ সময় সিরিয়ার বিমান বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে বোমাবর্ষণ করে। সরকারি সেনারা সন্ত্রাসীদের খোঁজে সোয়াইদা শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।
এদিকে সোয়াইদা শহরের ভেতরে অন্তত দুই বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এছাড়া, আরো দুই আত্মঘাতী হামলার চেষ্টা চালায় তবে বোমা বিস্ফোরণের আগেই তাদেরকে হত্যা করা হয়।
সোয়াইদা শহরের গভর্নর আমের আল-এশি জানিয়েছেন, শহরের অবস্থা এখন নিরাপদ ও শান্ত।