অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, July 30, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29257 |
ট্যাংক, কামানসহ গোলাবারুদ সমর্পণ করল সিরিয়ার অবৈধ গোষ্ঠীগুলো
সিরিয়ার অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলো গত ২৪ ঘণ্টায় কয়েকটি ট্যাংক, কামান এবং বিমান বিধ্বংসী স্থাপনা সমর্পণ করেছে। সিরিয়ায় অবস্থিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংহতি কেন্দ্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় যুদ্ধবিরতি অঞ্চলের গোষ্ঠীগুলো এ সব অস্ত্র সমর্পণ করে। সমর্পণ করা অস্ত্রের মধ্যে তিনটি ট্যাংক, দুইটি হাউইটজার কামান এবং পাঁচটি বিমান বিধ্বংসী স্থাপনা রয়েছে। এ ছাড়াও ব্যাপক সংখ্যক গোলাবারুদ, ভারি মেশিনগান ও তিনটি ট্রাকও হস্তান্তর করা হয়েছে।
অবৈধগোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি অঞ্চলের কর্মকর্তাদের আলোচনার পর অস্ত্র সমর্পণ ঘটনা ঘটেছে।#