অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, August 2, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29280 |
গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত জরুরী
মায়ারেফ বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী মুহাম্মাদি বলেছেন যে, পবিত্র কোরআন হচ্ছে জীবন গঠন ও জীবন পরিচালনার গ্রন্থ; তাই কোরআন শুধুমাত্র তেলাওয়াত কিংবা মুখস্ত যথেষ্ট নয়; বরং গভীর গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত জরুরী।
|
গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত জরুরী
মায়ারেফ বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী মুহাম্মাদি বলেছেন যে, পবিত্র কোরআন হচ্ছে জীবন গঠন ও জীবন পরিচালনার গ্রন্থ; তাই কোরআন শুধুমাত্র তেলাওয়াত কিংবা মুখস্ত যথেষ্ট নয়; বরং গভীর গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত জরুরী।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী মুহাম্মাদি আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন: আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। এ কিতাবে আল্লাহ তার বান্দাদের জন্য সঠিক ও সুন্দর জীবন ধারনের যাবতীয় বিষয়াবলী যথাযথভাবে বর্ণনা করেছেন। এক কথায় বলা যায় যে, কোরআন হচ্ছে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।
তিনি বলেন: কোরআন শুধু সুন্দর সুরে তেলাওয়াত করলে চলবে না; বরং কোরআনের আদেশাবলী আমাদের জীবনে যথযাথভাবে বাস্তবায়ন করতে হবে। আর এ জন্য প্রয়োজন কোরআনের আয়াগুলোর অর্থ অনুধাবন করা।
তিনি বলেন: আমরা যদি কোরআনের অর্থ অনুধাবন করি, তাহলে বুঝতে পারব যে, আল্লাহ তায়ালা রাসূলের (সা.) উপর কতইনা মহামূল্যবান কিতাব নাযিল করেছেন। তখন আমাদের ঈমান ও আকিদাও মজবুত হবে।
তিনি ইমাম জাফর সাদীকের (আ.) একটি হাদীস বর্ণনা করে বলেন: ইমাম জাফর সাদীক (আ.) বলেছেন যে, যখন কোরআন তেলাওয়াত করবে তখন বেহেশতের বর্ণনা সম্বলিত আয়াত পাঠকালে আল্লাহর দরবারে এ প্রার্থনা করবে যে, তিনি যেন তোমাকে বেহেশতবাসী করেন। পক্ষান্তরে যখন দোজখের বর্ণনা সম্বলিত আয়াত পাঠ করবে তখন এ কামনা করবে যে, আল্লাহ যেন তোমাকে দোজখের আগুন থেকে নাযাত দেন।