অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, August 6, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29301 |
সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করা উচিত
মায়ারেফ বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের অধীনস্থ শাবিস্তান বার্তা সংস্থার পরিচালক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিব রেজা আরজানি বলেছেন যে, সমাজের মানুষের মাঝে সচেতনা সৃষ্টির উদ্দেশ্যে অবস্যই সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করতে হবে।
|
সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করা উচিত
মায়ারেফ বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের অধীনস্থ শাবিস্তান বার্তা সংস্থার পরিচালক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিব রেজা আরজানি বলেছেন যে, সমাজের মানুষের মাঝে সচেতনা সৃষ্টির উদ্দেশ্যে অবস্যই সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করতে হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের অধীনস্থ শাবিস্তান বার্তা সংস্থার পরিচালক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিব রেজা আরজানি আজ সোমবার এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা মানুষকে উত্তম পন্থায় এবং সঠিক যুক্তি-তর্কের ভিত্তিতে পরস্পরের সাথে বিকর্ত ও বাহাস করার আদেশ দিয়েছেন। আজকের সমাজে জোর যার মল্লুক তার এ নীতিতে একশ্রেণীর বলদর্পিরা সব কিছুকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ কারণে সাম্রাজ্যবাদি দেশগুলো নিজেদের ক্ষমতা ও শক্তির বলে মিডিয়া ও প্রচার মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। তারা সত্য ও মিথ্যাকে সংমিশ্রিত করে মানুষকে ধোকা দিচ্ছে। আর এ পন্থায় তারা নিজেদের অধিপত্য বিস্তার করতে চায়।
তিনি বলেন: বর্তমান সময়ে প্রচার মাধ্যম ও সংবাদ সংস্থার ভূমিকা অনেক বেশি। তাই ইসলামি প্রজাতন্ত্র ইরান সংবাদ মাধ্যম জগতে মুসলিম জাহানের শুণ্যতা পুরণের উদ্দেশ্যে সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এলক্ষ্যে অন্যান্য মুসলিম দেশের তুলনায় বিশেষ সফলতা অর্জন করতে পেরেছে এবং আগামীতে এক্ষেত্রে আরও সফলতা অর্জনে ইরানের চেষ্টা অব্যাহত থাকবে।