অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, August 6, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29302 |
কিভাবে হাজিদের সমান সওয়াব পাওয়া সম্ভব?
মায়ারেফ বিভাগ: ইমাম মুহাম্মাদ বাকের (আ.) স্বীয় সন্তান ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম হযরত জাফর সাদীককে (আ.) একটি নামাযের শিক্ষা দেন এবং বলেন: এ নামায আদায় করলে হজ্বের সওয়াব পাওয়া যাবে কিংবা হাজির সওয়াবে শরিক হওয়া যায়।
|
কিভাবে হাজিদের সমান সওয়াব পাওয়া সম্ভব?
মায়ারেফ বিভাগ: ইমাম মুহাম্মাদ বাকের (আ.) স্বীয় সন্তান ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম হযরত জাফর সাদীককে (আ.) একটি নামাযের শিক্ষা দেন এবং বলেন: এ নামায আদায় করলে হজ্বের সওয়াব পাওয়া যাবে কিংবা হাজির সওয়াবে শরিক হওয়া যায়।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হজ্জের মৌসুম হাজিরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে গেছেন। হাজিরা তৌহিদ সম্পর্কে জেনে সমাজের তৌহিদের শিক্ষা বিস্তার করবেন।
হজ্জে না যেতে পেরে আপনার হয়ত খারাপ লাগছে, কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই। কেননা জিলহজ্জ মাসের প্রথম দশ দিনে একটি নামাজ আছে সেই নামাজ পড়লে হজ্জের সমান সওয়াব পাওয়া যায়।
ইমাম জাফর সাদিক(আ.)বলেন, আমার পিতা ইমাম বাকের (আ.) বলেছেন: হে আমার সন্তান জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের এ নামাজ যেন কখনোই বাদ দিও না। এই নামাজ মাগরিবের নামাজের পরে ও ঈশার নামাজের পূর্বে পড়তে হয়।
নামাজটি দুই রাকাতের প্রতি রাকাতে সূরা হামদের পর সূরা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতে হয় তারপর সূরা আরাফের ১৪২ নং আয়াত পাঠ করতে হয়। এই নামাজ পড়লে হজ্জে না গেলেও হজ্জের সওয়াব পাবে।
সূরা আরাফের ১৪২ নং আয়াত:
وَ واعَدْنا مُوسى ثَلثینَ لَیْلَةً وَاَتْمَمْناها بِعَشْرٍ فَتَمَّ میقاتُ رَبِّهِ اَرْبَعینَ لَیْلَةً وَقالَ مُوسى لاِخیهِ هرُونَ اخْلُفنى فى قَوْمى وَاَصْلِحْ وَلا تَتَّبِعْ سَبیلَا لْمُفْسِدینَ.
স্মরণ কর, আমি মুসাকে ত্রিশ রাত্রির ওয়াদা দিয়েছিলাম এবং আরও দশ দিন যোগ করে তা পূর্ণ করেছিলাম। এভাবে তার রবের চল্লিশ রাত্রির নির্ধারিত ওয়াদা পূর্ণ হয়। মুসা তার ভাই হারুনকে বলেছিল, তুমি আমার কওমের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে এবং সংশোধন করবে আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথে চলবে না।