অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, August 7, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29309 |
ট্রাম্প, বিন সালমান ও নেতানিয়াহু একঘরে হয়ে পড়েছেন: জারিফ
রাজনীতি বিভাগ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছেন সহিংসতা, জুলুম, দমনপীড়ন ও আস্থাহীনতার প্রতীক।
|
ট্রাম্প, বিন সালমান ও নেতানিয়াহু একঘরে হয়ে পড়েছেন: জারিফ
রাজনীতি বিভাগ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছেন সহিংসতা, জুলুম, দমনপীড়ন ও আস্থাহীনতার প্রতীক।
তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, বিশ্বব্যাপী এই তিন ব্যক্তির একঘরে হয়ে পড়ার কথা এখন সবার মুখে মুখে। এরা আন্তর্জাতিক চুক্তি পদদলন, ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন এবং ইরান-আতঙ্ক ছড়িয়ে দিতে গিয়ে নিজেদেরকে একঘরে করে ফেলেছেন।
ইরানের প্রতি আমেরিকার আলোচনার প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, যে পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ যে সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকা তা থেকে বেরিয়ে গেছে। এরকম অবস্থায় মার্কিন সরকারের মুখে আলোচনার প্রস্তাব মানায় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সরকারকে উদ্দেশ করে বলেন, সত্যিই যদি আপনি ইরানের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইতেন তাহলে প্রথম ধাক্কাতেই ইরানে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিতেন না।