অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, August 7, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29313 |
সমঝোতা থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার অধিকার আছে ইরানের: ইইউ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের বাধ্যবাধকতা রয়েছে। তেহরানের ওপর সর্বোচ্চ মাত্রার অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করলেন তখন ইউরোপের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
|
সমঝোতা থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার অধিকার আছে ইরানের: ইইউ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের বাধ্যবাধকতা রয়েছে। তেহরানের ওপর সর্বোচ্চ মাত্রার অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করলেন তখন ইউরোপের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা প্রসঙ্গ টেনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি আজ (মঙ্গলবার) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে সফরে যাওয়ার সময় বলেন, ইরান পরমাণু সমঝোতার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং অন্য পক্ষকেও এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
তিনি বলেন, "এ সমঝোতার দু'টি অংশ রয়েছে: এর একটি হচ্ছে ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে এবং অপরটি এর বিনিময়ে তেহরানের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সর্ম্পক গড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ এগিয়ে আসবে। আমরা যদি সমঝোতার প্রথম অংশ রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে এর দ্বিতীয় অংশও মেনে চলতে হবে।" মোগেরিনি আরো বলেন, "আমরা ইরানকে পরমাণু সমঝোতায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরমাণু সমঝোতার ফলে এ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার ব্যাপারে ইরানের জনগণের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে তা ধরে রাখতে আমাদের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য দেশটির তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অন্য কোনো দেশ যাতে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে না পারে সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।