অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Friday, August 10, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29334 |
সহিফায়ে সাজ্জাদিয়া সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন
মায়ারেফ বিভাগ: সাহিফায়ে সাজ্জাদিয়া রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের মাসুম ইমাম হযরত জয়নুল আবেদিন (আ.) থেকে পবিত্র মুখ থেকে নি:সৃত দোয়া ও মুনাজাতের সংকলন। এ কিতাবটি পবিত্র কোরআনের পর আল্লাহর মারেফাতের হাসিলের নির্ভরযোগ্য ও গভীর ভাণ্ডার হিসেবে বিবেচিত।
|
সহিফায়ে সাজ্জাদিয়া সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন
মায়ারেফ বিভাগ: সাহিফায়ে সাজ্জাদিয়া রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের মাসুম ইমাম হযরত জয়নুল আবেদিন (আ.) থেকে পবিত্র মুখ থেকে নি:সৃত দোয়া ও মুনাজাতের সংকলন। এ কিতাবটি পবিত্র কোরআনের পর আল্লাহর মারেফাতের হাসিলের নির্ভরযোগ্য ও গভীর ভাণ্ডার হিসেবে বিবেচিত।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ মনীষী হযরত আয়াতুল্লাহ নায়িমাবাদি আজ ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতাকালে বলেন: সাহিফায়ে সাজ্জাদিয়া রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের মাসুম ইমাম হযরত জয়নুল আবেদিন (আ.) থেকে পবিত্র মুখ থেকে নি:সৃত দোয়া ও মুনাজাতের সংকলন। এটি ইসলামের ইতিহাসে পবিত্র কোরআনের পর সর্বপ্রথম কিতাব; এ কিতাবে আল্লাহ মারেফাতের সুউচ্চ দীক্ষা ও দিকনির্দেশনা বর্ণিত হয়েছে।
তিনি বলেন: ইমামতিধারার ৪র্থ ইমাম হযরত জয়নুল আবেদিন (আ.) মহান আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক ও মুনাজাতের উদ্দেশ্যে যে সব দোওয়া ও মুনাজাত করেছেন; সেগুলো তার সুযোগ্য সন্তান ইমাম মুহাম্মাদ বাকের (আ.) সেগুলোকে সংকলিত করে একটি কিতাব আকারে বের করেছেন। তা সাহিফায়ে সাজ্জাদিয়া নামে প্রসিদ্ধ লাভ করেছে।
তিনি আরও বলেন: সাহিফায়ে সাজ্জাদিয়া যদিও দোয়া ও মুনাজাতের কিতাব; কিন্তু এ কিতাবে মানুষের দিকনির্দেশনা ও হেদায়েতের পথ বর্ণিত হয়েছে। একজন বান্দা কিভাবে স্বীয় প্রতিপালকের নিকট মুনাজাত ও প্রার্থনা করবে, তা এ কিতাবে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এ কিতাবের প্রতিটি মুনাজাতে মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মারেফাত সম্পর্কে মানুষকে অবহিত করা হয়েছে।