অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, August 12, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29352 |
শত্রুর লক্ষ্যবস্তুতে সিরিয়া-রাশিয়ার একসঙ্গে হামলা
সিরিয়ার আকাশীমায় গোপনে প্রবেশ করা দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার বিভিন্ন জায়গায় যখন তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনারা ব্যাপক সাফল্য পাচ্ছে তখন এই খবর বের হলো।
|
শত্রুর লক্ষ্যবস্তুতে সিরিয়া-রাশিয়ার একসঙ্গে হামলা
সিরিয়ার আকাশীমায় গোপনে প্রবেশ করা দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার বিভিন্ন জায়গায় যখন তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনারা ব্যাপক সাফল্য পাচ্ছে তখন এই খবর বের হলো।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা শনিবার সকালের দিকে জানিয়েছে, দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়। রাজধানী দমেস্ক থেকে পশ্চিমে দেইর আল-আশায়েরের আকাশে ওই লক্ষ্যবস্তুকে শণাক্ত করা হয়। তবে কী ধরনের লক্ষ্যবস্তু ছিল এটা তা পরিষ্কার করে নি সানা। সম্ভাব্য ক্ষয়ক্ষতিরও কোনো খবর দেয় নি বার্তা সংস্থাটি।
ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহর সহায়তায় সিরিয়া সরকার ইদানিং বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসীদের বিরদ্ধে সাফল্য পাচ্ছে। এসব সন্ত্রাসীর পেছনে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন রয়েছে।