অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, August 15, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29378 |
আমেরিকাই আলোচনার সব পথ বন্ধ করেছে: রুহানি
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আবারো আমেরিকার আলোচনার প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজেই আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে।
|
আমেরিকাই আলোচনার সব পথ বন্ধ করেছে: রুহানি
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আবারো আমেরিকার আলোচনার প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজেই আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে।
প্রেসিডেন্ট রুহানি আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে আরো বলেন, ইরান বর্তমানে সারা বিশ্বের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, আমেরিকা এমনসব কাজ করেছে যার ফলে আলোচনার সমস্ত পরিবেশ ধ্বংস হয়ে গেছে। তারা নিজেরাই আলোচনার সেঁতু পুড়িয়ে দিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “সেঁতু পুড়িয়ে দিয়ে আমেরিকা এখন অন্য প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যদি তারা সৎ হয় তাহলে তারাই আবার সেই সেঁতু নির্মাণ করুক।”
গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তবে ৩০ জুলাই তিনি আবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত রয়েছেন। তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকার সঙ্গে ইরান যুদ্ধ করবে না, আলোচনাও করবে না। তিনি আমেরিকাকে ‘প্রতারক’ বলে মন্তব্য করেন।