অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Saturday, August 18, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29397 |
ইমরান খানকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট রুহানি
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন।
আজ (শনিবার) ইমরান খানকে অভিনন্দন জানিয়ে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে ইরান। তিনি আরো বলেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।”
দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সভাপতি ইমরান খান। এর আগে, গতকাল পাকিস্তানের জাতীয় সংসদে ১৭৬ ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। প্রধান প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ-এন’র নেতা শাহবাজ শরীফের চেয়ে ৮০ ভোট বেশি পেয়েছিলেন তিনি।
গত ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমরানের দল সংসদের ২৭০ আসনের মধ্যে ১১৫টি আসন লাভ করে। ছোট কয়েকটি দলের সঙ্গে জোট করে তার দল সরকার গঠন করেছে।