অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, August 19, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29407 |
মানুষের সমস্যাদি সমাধানে চেষ্টা ও প্রচেষ্টা ইবাদত হিসেবে গণ্য
মায়ারেফ বিভাগ: ইরানের শীর্ষ আলেম ও বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি বলেছেন যে, সমাজের মানুষের নানাবিধ সমস্যা সমাধান এবং তাদের কল্যাণে নিরলস পরিশ্রম করা হচ্ছে এক ধরনের ইবাদত হিসেবে গন্য।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি আজ ইরানের একদল সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বলেন: আমেরিকা ও তাগুতি কিছু দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দূর্বল করার জন্য এবং ইরানের জনগণকে ইসলামি শাসন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দিবার জন্য অর্থনৈতিক অবরোধসহ নানামুখী চক্রান্তে লিপ্ত; তাই শত্রুদের এ চক্রান্ত নস্যাত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবস্যই সব ধরনের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন: প্রত্যেক মানুষের ঈমানী ও নৈতিক দায়িত্ব হচ্ছে তাকওয়া ও খোদাভীতিতে নিজেকে গড়ে তোলা, তাহলে শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ থাকতে পারবে। এছাড়া আল্লাহ মানুষের উপর যে সব দায়িত্ব অর্পন করেছেন, সেগুলো সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করা জরুরী। যাতে পরকালে বিচার দিবসে কাউকে লজ্জিত হতে না হয়।
তিনি জনসেবাকে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে অভিহিত করে বলেন: ইবাদত বলতে শুধুমাত্র মসজিদে নামায আদায় ও রোজা পালনকে বুঝায় না; বরং মানুষের উপকার ও জনসেবায় সাধ্য অনুযায়ী ভূমিকা রাখাও এক ধরনের ইবাদত হিসেবে গণ্য। ইসলামেও এ বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।