অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, August 20, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29412 |
ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ করছে আমেরিকা
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরান-বিরোধী অ্যাকশন গ্রুপ নামে যে তৎপরতার কথা ঘোষণা করেছে আমেরিকা তা নিতান্তই মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধের অংশ। তিনি বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যে শত্রুরা করে আসছে তারই আওতায় এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
|
ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ করছে আমেরিকা
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরান-বিরোধী অ্যাকশন গ্রুপ নামে যে তৎপরতার কথা ঘোষণা করেছে আমেরিকা তা নিতান্তই মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধের অংশ। তিনি বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যে শত্রুরা করে আসছে তারই আওতায় এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
বাহরাম কাসেমি আজ (সোমবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, মার্কিন নীতি সমস্ত রকমের আন্তর্জাতিক আইনের বিরোধী। তিনি আরো বলেন, অ্যাকশন গ্রুপ সৃষ্টির নামে আমেরিকা যা করছে তা মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধ ছাড়া আর কিছুই বয়ে আনবে না। তবে মার্কিন সব রকমের পদক্ষেপ ইরানের জনগণ তাদের অব্যাহত প্রতিরোধের মাধ্যমে মোকাবেলা করবে বলে তিনি মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে বিদ্বেষ বাস্তবায়নের লক্ষ্যে একটি অ্যাকশন গ্রুপ তৈরি করেছে। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক নীতি সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে এই গ্রুপ গঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্র নীতি বিভাগের পরিচালক ব্রায়ান হুককে ‘ইরান অ্যাকশন গ্রুপের’ প্রধান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।