অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, August 20, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29414 |
ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের সময়
মাহদাভিয়াত বিভাগ: ইমাম বাকের(আ.) বলেছেন, যখন মানুষের মধ্যে আমূল পরিবর্তন দেখা দিবে তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইমাম বাকের(আ.) বলেছেন: হে আবু হামজা! যখন মানুষের মধ্যে ভয়-ভীতি দারুনভাবে বৃদ্ধি পাবে এবং সমাজ ফেতনা ও মুসিবতে পরিপূর্ণ হবে তখন আমাদের কায়েম কিয়াম করবে।
ঐ সময়ে মানুষ নানাবিধ মুসিবতের মধ্যে থাকবে, তাদের মধ্যে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটবে। আরবদের মধ্যে মারাত্মক ও ধ্বংসাত্মক যুদ্ধ বৃদ্ধি পাবে।
মানুষের মধ্যে অনৈক্য ও বিভেদ বৃদ্ধি পাবে। তাদের মধ্যে ধর্মীয় ও গোত্রিয় দূরত্ব বেড়ে যাবে এবং মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে। এমন পরিস্থিতি হবে যে সবাই তখন আরজু করবে যে, হে আল্লাহ! আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিন অথবা আমাদের মৃত্যুদান করুন।
সূত্র: গাইবাতে নোমানি, পৃ: ২৩৫; গাইবাতে শেখ তুসি, পৃ: ২৭৪