অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, August 20, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29416 |
সন্ত্রাসীদের জন্য তহবিল বন্ধ করছে ব্রিটেন
রাজনীতি বিভাগ: সিরিয়ার সরকারি বাহিনীর ব্যাপক অভিযান ও অব্যাহত বিজয়ের মুখে সন্ত্রাসীদের জন্য তহবিল বন্ধ করে দিচ্ছে ব্রিটেন।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, “সিরিয়ার কিছু এলাকার পরিস্থিতি অনেক বেশি জটিল হওয়ায় আমরা মানবিক ত্রাণের বাইরের কিছু কর্মসূচিতে অর্থ দেয়া কমিয়ে দিয়েছি।” ওই মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সোমবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলেছে, সেপ্টেম্বর থেকে কথিত ফ্রি সিরিয়ান পুলিশের জন্য ব্রিটেন সরকারের সহায়তা বন্ধ করা হবে। ২০১১ সালে এ বাহিনী গঠন করা হয়। ওই বছরই সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল।
সিরিয়ার সরকারি সেনারা সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় দারা, সোয়াইদা বং কুনেইত্রা প্রদেশ সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করেছে। এখন তারা সন্ত্রাসীদের শেষ ঘাঁটি ইদলিবের দিকে মনোনিবেশ করেছে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলেছে, সিরিয়ার সন্ত্রাসীদের প্রতি ব্রিটেনের অর্থ সরবরাহ বন্ধ করার মধ্যদিয়ে একথা পরিষ্কার হচ্ছে যে, লন্ডন মনে করছে সিরিয়ায় সন্ত্রাসীদের পরাজয় অত্যাসন্ন।