অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, August 20, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29418 |
ঐতিহাসিক গাদীরের ফজিলত সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন
মায়ারেফ বিভাগ: মুসলিম জাহানের শীর্ষ মনীষী এবং বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী গাদীব দিবস তথা আমিরুল মু’মিনিন আলীর (আ.) অভিষেক দিবস সম্পর্কে সমাজের সর্বস্থরের মানুষকে অবহিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
|
ঐতিহাসিক গাদীরের ফজিলত সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন
মায়ারেফ বিভাগ: মুসলিম জাহানের শীর্ষ মনীষী এবং বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী গাদীব দিবস তথা আমিরুল মু’মিনিন আলীর (আ.) অভিষেক দিবস সম্পর্কে সমাজের সর্বস্থরের মানুষকে অবহিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী ইরানের ধর্মীয় নগরী কোমস্থ হযরত ফাতেমা মাসুমার (আ.) মাজারের সংনিকটে মসজিদে আজামে আলেমদের উচ্চতর ধর্মতত্বের এক ক্লাসে বলেন: জিলহজ্ব মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এ মাসে পবিত্র হজ্ব পালনের বিধান রয়েছে এ মাসেই কোরবানির আদেশ দেয়া হয়েছে। এ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ১৮ই জিলহজ্ব। যেদিন রাসূল (সা.) আল্লাহর নির্দেশে বিদায় হজ্ব শেষে গাদীরে খুম নামায স্থানে সমস্ত সাহাবীদের একত্রিত করে তার পরবর্তী স্থলাভিষিক্ত ও খলিফা হিসেবে আমিরুল মু’মিনিন আলী ইবনে আবি তালিবকে (আ.) পরিচয় করিয়ে দেন। আর রাসূলের (সা.) এ ঘোষণার পর পরই আল্লাহ তায়ালা ইসলামকে তার মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা দেন এবং ইসলাম ধর্মের পরিপূর্ণতা সম্বলিত আয়াত নাজিল করেন।
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَ أَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَ رَضِيتُ لَكُمُ الْإِسْلامَ دِيناً
অর্থাৎ আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ এবং তোমাদের উপর আমার নেয়ামতের পূর্ণতা দান করছি। আর ইসলামকে আমার মনোনীত ধর্ম হিসেবে নির্বাচন করছি। সূরা মায়েদা: ৩ নং আয়াত।
তিনি আরও বলেন: কিন্তু অত্যন্ত দু:খের বিষয় হচ্ছে আজকের মুসলিম জাহানের অধিকাংশ মানুষই ঈদে গাদীর সম্পর্কে অজ্ঞ; তাই ইসলামের এ অতীব গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে সবাইকে অবহিত করা প্রত্যেকের ঈমানি দায়িত্ব।