অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, August 21, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29420 |
তুরস্কে মার্কিন দূতাবাসে গুলিবর্ষণের ঘটনা
রাজনীতি বিভাগ: তুরস্কের রাজধানী আংকারার মার্কিন দূতাবাস লক্ষ্য করে আজ (সোমবার) চারদফা গুলি চালানো হয়েছে। স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে বলে সিএনএন তুর্ক জানিয়েছেন।
|
তুরস্কে মার্কিন দূতাবাসে গুলিবর্ষণের ঘটনা
রাজনীতি বিভাগ: তুরস্কের রাজধানী আংকারার মার্কিন দূতাবাস লক্ষ্য করে আজ (সোমবার) চারদফা গুলি চালানো হয়েছে। স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে বলে সিএনএন তুর্ক জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এ গুলি বর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ছিল। একটি সাদা গাড়ি থেকে মার্কিন দূতাবাসের ৬নং প্রবেশ দ্বারের কাছে গুলি চালানো হয়। গাড়িটির নম্বর প্লেট দেখা যায়নি। খবরে আরো বলা হয়েছে, চলন্ত গাড়ি থেকে বন্দুকধারী ৬ নম্বর প্রবেশ দ্বারের নিরাপত্তা রক্ষীদের একটি কেবিন লক্ষ্য করে চারদফা গুলিবর্ষণ করে। গুলিতে কেবিনের একটি জানালায় আঘাত হানলেও কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর নগর প্রধানের দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র বিবৃতি দিয়েছেন। তিনি একে 'গোলযোগ সৃষ্টির সুস্পষ্ট পাঁয়তারা' বলে উল্লেখ করেন।
আমেরিকার সঙ্গে তুরস্কের টানাপড়েন যখন তুঙ্গে তখন এ গুলিবর্ষণের ঘটনা ঘটল।