অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, August 21, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29428 |
ঈদুল আযহার দিনের আমল
মায়ারেফ বিভাগ: ঈদুল আযহা হচ্ছে মুসলিম জাহানের অন্যতম ঈদের দিন। যে দিন মুসলিম উম্মাহ আনন্দ ও উদ্দীপনা ও ত্যাগের মহিমায় উদযাপন করে থাকে। এ দিন কোরবানির মাধ্যমে মুসলমানেরা ত্যাগ ও উৎসর্গের নজির স্থাপন করে।
|
ঈদুল আযহার দিনের আমল
মায়ারেফ বিভাগ: ঈদুল আযহা হচ্ছে মুসলিম জাহানের অন্যতম ঈদের দিন। যে দিন মুসলিম উম্মাহ আনন্দ ও উদ্দীপনা ও ত্যাগের মহিমায় উদযাপন করে থাকে। এ দিন কোরবানির মাধ্যমে মুসলমানেরা ত্যাগ ও উৎসর্গের নজির স্থাপন করে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা যেমন একদিকে আনন্দ, উৎসব ও কোরবানির দিন, অপরদিকে এ পবিত্র দিনে বিশেষ কিছু আমল রয়েছে, যেগুলো সম্পন্নের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারে। এখন আমরা এ দিনের উল্লেখযোগ্য বিশেষ কিছু আমল তুলে ধরছি-
১- গোসল করা
২- ঈদের দিনের বিশেষ নামায আদায় করা।
৩- কোরবানি করা
৪- দোওয়া-এ-নুদবাহ পাঠ করা
৫- ঈদের দিনের বিশেষ তাকবিরটি পাঠ করা- তাকবিরটি হচ্ছে নিম্নরূপ-
اللهُ اَکْبَرُ اللهُ اَکْبَرُ لا اِلهَ اِلا اللهُ وَاللهُ اَکْبَرُ اللهُ اَکْبَرُ اللهُ اَکْبَرُ ولِلّه الْحَمْدُ اللّهُ َکْبَرُ اعَلی ما هَدانا اَللّهُ اَکْبَرُ عَلی ما رَزَقَنا مِنْ بَهیمَةِ الاْنْعامِ
এছাড়া উত্তম পোষাক পরিধান করা এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হচ্ছে এ দিনের বিশেষ আমলের অন্তর্ভূক্ত।