অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, August 23, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
29429 |
মুসলিম দেশগুলোর প্রতি ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পবিত্র ঈদুল আযহার উপলক্ষে মুসলিম দেশগুলোর সরকার এবং মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। আজ (বুধবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। রাজধানী তেহরানসহ সারা দেশে ঈদের জামাতে ইরানসহ গোটা বিশ্বের মুসলমানদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে।
|
মুসলিম দেশগুলোর প্রতি ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পবিত্র ঈদুল আযহার উপলক্ষে মুসলিম দেশগুলোর সরকার এবং মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। আজ (বুধবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। রাজধানী তেহরানসহ সারা দেশে ঈদের জামাতে ইরানসহ গোটা বিশ্বের মুসলমানদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে।
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার এবং মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে বার্তাও পাঠিয়েছেন। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করে বলেছেন, বিশ্বের সব মুসলমান আল্লাহর সান্নিধ্য লাভে সক্ষম হবে এবং আপন গণ্ডি থেকে বেরিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে সহিংসতা, উগ্রতা ও বলদর্পিতার ওপর বিজয় লাভ করবে।
এর মধ্যদিয়ে মুসলমানদের মধ্যে শান্তি, স্থিতিশীলতা, ন্যায় চিবার ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা লাভ করবে বলে তিনি জানান।
ইরানের সংসদ স্পিকার আলী লারিজানিও ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন দেশের সংসদ স্পিকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।