خبرگزاری شبستان

یکشنبه ۶ فروردین ۱۴۰۲

الأحد ٥ رمضان ١٤٤٤

Sunday, March 26, 2023

বিজ্ঞাপন হার

ইরাকের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানাতে আজ (শনিবার) ভোরে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরাকি নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রতিবাদ জানানো হয়।

নির্বাচিত সংবাদ

মতামতজরিপ  :   Thursday, August 23, 2018 নির্বাচিত সংবাদ : 29434

ইমাম মাহদীর (আ.) জন্য দোয়া
মাহদাভিয়্যাত বিভাগ: নি:সন্দেহে আমরা যারা ইমাম মাহদীর (আ.) প্রতি বিশ্বাসপোষণ করি এবং যারা তার প্রতি বিশ্বাসপোষণ করে না; তাদের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অন্যদের তুলনায় ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে; যা সম্পাদন করা আমাদের ঈমান ও আকিদার পরিচয় বহন করে।

ইমাম মাহদীর (আ.) জন্য দোয়া

মাহদাভিয়্যাত বিভাগ: নি:সন্দেহে আমরা যারা ইমাম মাহদীর (আ.) প্রতি বিশ্বাসপোষণ করি এবং যারা তার প্রতি বিশ্বাসপোষণ করে না; তাদের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অন্যদের তুলনায় ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে; যা সম্পাদন করা আমাদের ঈমান ও আকিদার পরিচয় বহন করে।

শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাহিম কারগার বলেছেন যে, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন- এ পৃথিবীর ভবিষ্যত কেবলমাত্র সৎ ও ন্যায়বান ব্যক্তিদের উপর ন্যাস্ত। অর্থাৎ ভবিষ্যতে এ পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্ব থাকবে আল্লাহর অনুগত বান্দাদের হাতে। আল্লাহর নির্দেশে যখন ইমাম মাহদী (আ.) আবির্ভূত হবেন এবং এ পৃথিবীতে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবেন, তখন আল্লাহর অনুগত বান্দারাই তার একনিষ্ঠ সাথী ও সহযোগি হবে।

তিনি আরও বলেন যে, ইমাম মাহদীর (আ.) প্রতি আমরা যারা বিশ্বাসপোষণ করি এবং যারা তার প্রতি বিশ্বাসপোষণ করে না; তাদের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অন্যদের তুলনায় ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে; যা সম্পাদন করা আমাদের ঈমান ও আকিদার পরিচয় বহন করে। এখানে আমরা সে সব দায়িত্বারলীর কিছু দিকের প্রতি ইশারা করছি-

১- প্রতিদিন প্রত্যুষে ইমাম মাহদীকে (আ.) উদ্দেশ্য করে সালাম নিবেদন করা এবং তার জন্য দোয়া

২- ইমাম মাহদীর (আ.) সুস্থ্যতা কামনা করে সদকা দান করা

৩- প্রতিদিন ফজরের নামাযের পর দোওয়া-এ-আহাদ পাঠ করা

৪- আমাদের দৈনন্দিক আমল ও কাজকর্মে ইমাম মাহদীকে (আ.) উসিলা করে আল্লাহর নিকট সাহায্য কামনা করা।

মন্তব্য

বইপরিচিতি  :
 ভিডিও সংবাদ:
অন্যান্যলিংক :
আমাদের সম্পর্কে

মন্তব্য