অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, September 25, 2014 |
|
নির্বাচিত সংবাদ : |
3797 |
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: পবিত্র ইসলাম ধর্মে পারস্পরিক ভক্তি-ভালসাবা ও সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মুসলমানদের পরস্পরের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধির ক্ষেত্রে রাসূল (সা.) আদেশ দিয়েছে।
মহানবী (সা.) একটি হাদীসে বর্ণনা করেছেন যে, তিনটি বিষয় পরস্পরের মধ্যে ভক্তি ও ভালবাসা বৃদ্ধি করে; যথা:
১- যখন পরস্পরের সাথে দেখা হয় তখন সহাস্যে ও হাসি মুখে পরস্পরকে বরণ করে নেয়া
২- অপনজনকে সহাস্যে নিজের পাশে বসতে দেয়া এবং
৩- পছন্দনীয় ও উত্তম নামে পরস্পরকে ডাকা
সূত্র: আল্লামা জাওয়াদ আমুলী রচিত মাফাতিহুল হায়াত গ্রন্থ