অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, November 12, 2014 |
|
নির্বাচিত সংবাদ : |
4051 |
যে জ্ঞানী ব্যক্তি দোজখবাসী হবে
স্পেশাল ডেস্ক: যে জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানকে যথাযথ কাজে ব্যবহার করবে না; সে দোজখের অধিবাসী হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: জ্ঞানী ব্যক্তিরা দু’ধরনের; যথা: ঐ সব জ্ঞানী ব্যক্তি যারা নিজেদের জ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সফলতা লাভ করেছে এবং ঐ সব জ্ঞানী ব্যক্তি যারা নিজেদের জ্ঞানের যথাযথ ব্যবহার থেকে বিরত থাকে এবং পরিণতিতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
হাদীসে বর্ণিত হয়েছে যে, অনেক আলেম কিংবা জ্ঞানী ব্যক্তি রয়েছেন; যাদের জ্ঞানের কারণে অন্যরা সত্য পথের অনুসারী হবে। কিন্তু সেই জ্ঞানীরা জ্ঞান থাকা সত্বেও উক্ত জ্ঞান তাদের কোন উপকারে আসবে না। কারণ তারা নিজেদের ক্ষেত্রে জ্ঞানের যথাযথ ব্যবহার করে নি। ফলে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।
আমাদের জেনে রাখা উচিত যে, নাফসের তাড়না এবং অধিক আকাংখা এ দু’টি জিনিস মানুষের ধ্বংস ডেকে আনে। কেননা নাফসের তাড়না মানুষকে ন্যায় থেকে দূরে সরিয়ে দেয় এবং অত্যাধিক আকাংখার কারণে মানুষ পরকালকে ভুলে যায়।